খবরের সময় ডেস্ক
র্যাব-১,স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান চাপাইনবাবগঞ্জ হতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা টাঙ্গাইল রোড মুক্তাগাছা মেডিকেল হল এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ বাবুল(৫০), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-বাদু বেগম, সাং-উজিরপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবারগঞ্জ, ২। হৃদয় চন্দ্র দাস(২৮), পিতা-মৃত বাবুল চন্দ্র দাস, মাতা-মনি রানী দাস, সাং-পশ্চিম জয়দেবপুর, থানা-সদর, জিএমপি, গাজীপুর’দ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত’সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ১৪৪ বোতল বিদেশী ফেন্সিডিল, নগদ ১,২০০/- এবং ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে জিএমপি‘র বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে,যার নং ৪১ তারিখ ৩০/০৯/২০২০ইং